বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পরিতোষ কুমার রায়ের সুস্থতা কামনায় বিবৃতি

প্রেস বিজ্ঞপ্তি :
বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি পরিতোষ কুমার রায় গুরুতর অসুস্থ অবস্থায় খুলনা নগরীর একটি বেসরকারি হাসপাতাল সিটি মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে।

তার আশু সুস্থতা কামনায় বিবৃতি প্রদান করেছেন বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। প্রদত্ত বিবৃতিতে তাঁরা পরিতোষ কুমার রায়ের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি তাঁর পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

বিবৃতিদাতারা হলেন—
বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক এস এম এ ভূট্টো, গৌরদাস ঢালী, আরিফুজ্জাম দুলু, মনিরুজ্জামান মনি, শাওন হাওলাদার, মহিদুল ইসলাম শাহীন, গাজী তরিকুল ইসলাম, নিখিলেশ গাইন, পরাগ রায়, মোঃ তুরান হোসেন রানা, নিতীশ বাছাড়, রিপন রায়, পরাগ গাইন, সুদীপ্ত বিশ্বাস শুভ, বিশ্বজিৎ রায়, চিরঞ্জিত মল্লিক, এডভোকেট মোস্তফা বিল্লালসহ অন্যান্য সদস্যবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পরিতোষ কুমার রায় দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। স্থানীয় সংবাদ ও গণমানুষের কথা তুলে ধরতে তাঁর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এই মুহূর্তে তাঁর দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া ও শুভকামনা কামনা করেন তাঁরা।

এছাড়াও বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকেও তাঁর সুস্থতা কামনায় শুভেচ্ছা ও দোয়া অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *